নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বিলে গোসল করতে নেমে তাসলিমা খাতুন (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক। এর আগে একইদিন সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের পুরকাতি বিলে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা খাতুন উপজেলার ধামলই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের স্ত্রী।
ইউপি চেয়ারম্যান বলেন, নিহতের স্বজনেরা বিষয়টি আমাকে মোবাইল ফোনে অবহিত করেছেন। এরপর স্থানীয় ইউপি সদস্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি জানিয়েছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী আলতাফ পালোয়ান বলেন, ‘আজ সকালে তাসলিমা খাতুন পাশের পুরকাতি বিলে গোসল করতে যান। এরপর প্রতিবেশী এক নারী তাঁর হারিয়ে যাওয়া হাঁসের খোঁজ করতে বিলের পাড়ে যান। এ সময় বিলের পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে ওই নারীর মরদেহ তুলে আনেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, পানিতে ডুবে নারীর মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত পুলিশকে কেউ জানায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।