বিল গেটসকে নিজ হাতে খিচুড়ি রান্না শেখালেন ভারতীয় অভিনেত্রী
বিনোদন ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। যিনি সব কাজেই পারদর্শী। এবার রান্নায় মনোনিবেশ করেছেন এই প্রতিষ্ঠাতা। সম্প্রতি ভারতীয় অভিনেত্রী স্মৃতি ইরানির কাছ থেকে শিখে নিলেন, কীভাবে খিচুড়ি রাঁধতে হয়। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
টুইটারে বিল গেটসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন স্মৃতি। ওই ভিডিওতে দেখা যায়, বিল গেটসকে খিচুড়ি রান্না শেখাচ্ছেন এই অভিনেত্রী। কড়াইতে প্রথমে তেল ঢেলে দেন তিনি। পরে তেল গরম হয়ে এলে, তাতে ফোড়ন দেন বিল গেটস। সেই ফোড়ন আবার খুব যত্ন সহকারে খিচুড়ির ওপর ঢেলে দেন তিনি।
তবে শুধু খিচুড়ি রেঁধেই থেমে থাকেননি বিল। রান্না শেষে গৃহিণীদের মতো কেমন হয়েছে, সেটাও চেখেও দেখেছেন তিনি।
আর এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই মন্তব্যের ঢল নামে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘এবার এই খিচুড়ির নাম হবে মাইক্রোসফট খিচুড়ি।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘ভারতীয় খাবার বিদেশিদের কাছে পৌঁছে দেওয়ার কৌশল দেখে বেশ ভালোই লাগছে।’
Recognising the Super Food of India and its POSHAN component..
When @BillGates gave tadka to Shree Ann Khichdi! pic.twitter.com/CYibFi01mi
— Smriti Z Irani (@smritiirani) March 2, 2023
এর আগে এক ভিডিওতে রুটি বানাতে দেখা গিয়েছিল বিল গেটসকে। অনেক চেষ্টার পর গোল গোল রুটি বানাতে সফলও হয়েছিলেন তিনি। রুটির পর এবার খিচুড়ির রান্না শিখলেন তিনি!
মেয়ে কোটিপতি, তবুও রোজ মাঠে চাষাবাদ করে দিনযাপন করেন কঙ্গনার মা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।