
আন্তর্জাতিক ডেস্ক : রবিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ছেড়ে গেছে।
ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেন।
Advertisement
এর আগে শনিবার একই এয়ারওয়েজের ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যান ১৭১ ব্রিটিশ নাগরিক। গত ২১ এপ্রিল প্রথম দফায় ১৫৭ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছেড়ে যান।
এদিকে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই রবিবারে বাহরাইন থেকে দেশে ফিরেছেন আরও ১৩৮ প্রবাসী বাংলাদেশী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


