বিশ্বকাপের মাঝপথে বড় দুঃসংবাদ পেল ভারত


স্পোর্টস ডেস্ক : আশঙ্কা সত্যি করেই বিশ্বকাপের বাইরে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। আঙুলের চোটের কারণে আগামী তিন সপ্তাহ বিশ্বকাপ ম্যাচ খেলতা পারবেন না তিনি। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ন্যাথান কুল্টার-নাইলের বলে বুড়ো আঙুল লাগলে গুরুতর চোট পান ধাওয়ান। তবে যন্ত্রণা উপেক্ষা করেই ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন তিনি।

মঙ্গলবার ধাওয়ানের আঙুলে স্ক্যান করানো হয়। এরপরই ভারতীয় ওপেনার খেলতে পারবেন না বলে ম্যানেজমেন্টকে জানিয়ে দেন ভারতীয় দলের ফিজিয়ো প্যাটট্রিক ফারহার্ট।

ভারতের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হলে ধাওয়ান খেলতে পারবেন না নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, উইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে। এই পাঁচটি ম্যাচে ধাওয়ানের বিকল্প নিয়েই মাঠে নামতে হবে ভারতকে। বলের আঘাতে ধাওয়ানের বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে, যা সেরে ওঠাও সময়সাপেক্ষ ব্যাপার।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *