জুমবাংলা ডেস্ক : দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২০ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে চার-ছক্কার এই আসর। টুর্নামেন্ট উপলক্ষে এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান বাদে সবকয়টি দল। অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে নানা ভবিষ্যদ্বাণীও।
কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে নিজেদের ভাবনা জানাচ্ছেন ক্রিকেটের সাবেক তারকারা। ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান জানালেন, কারা খেলতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।
সম্ভাব্য সেমিফাইনালিস্ট দলগুলোর মধ্যে পাকিস্তানকে রাখেননি সোয়ান। তার মতে, সেমিফাইনাল খেলার দৌড়ে এগিয়ে আছে নিজ দেশ ইংল্যান্ড, ভারত, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাাকা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে রেখে সোয়ান বলেন, ‘আমি সেরা চার দল হিসেবে যাদেরকে বেছে নেব তারা হচ্ছে ভারত ও ইংল্যান্ড, তারপর দুঃখজনকভাবে অস্ট্রেলিয়া এবং তার পরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে ভারতে অনুষ্ঠিত গত বছরের ওয়ানডে বিশ্বকাপে একদমই সুবিধা করতে পারেনি দলটি। নক আউটে ওঠা তো দূরের কথা, নয় ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে থেকে শেষ করেছে টুর্নামেন্ট। তবে ইংল্যান্ডের ব্যাপারে বেশ আশাবাদী সোয়ান।
ইংল্যান্ডের সম্ভাবনার ব্যাপারে সাবেক এই স্পিনার বলেন, ‘আমি আশাবাদী। হ্যাঁ, শেষবার যখন তারা জেতে, অস্ট্রেলিয়ায় খুব ভালো ক্রিকেট খেলেছিল। এবার আলাদা দেশে গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। … ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাঝে-মধ্যে কঠিন একটি ‘‘ট্যাগ’’ হয়ে দাঁড়ায়। দলের দিকে তাকান, আমার মনে হয় তারা খুব শক্তিশালী।’
আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্বিতীয় দিন পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ২০টি দল অংশগ্রহণ করছে। ৪টি গ্রুপে ৫টি করে দল ভাগ হয়ে খেলবে গ্রুপপর্বে। এরপর সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪ গ্রুপ
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান
গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।