স্পোর্টস ডেস্ক : ভআগামী বছর ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। মাঠে গড়ানোর বহু আগেই সেই আসর নিয়ে সরগরম ক্রিকেট বিশ্ব। কারণটা ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ খেলতে না চাওয়া।
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে আপত্তি জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তিনি জানিয়েছিলেন, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে বিশ্বকাপ খেলতেও ভারতে সফর করবে না পাকিস্তান।
এরই মধ্যে পরিবর্তন এসেছে পিসিবির অভিভাবকত্বে। রমিজ রাজার জায়গায় পিসিবির নতুন চেয়ারম্যান হয়েছেন নাজম শেঠি। বোর্ডের দায়িত্ব নিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে কথা বললেন নাজাম শেঠি।
বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারত যাবে কিনা সেটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। একমাত্র পাকিস্তান সরকারই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন বলে জানান তিনি।
নাজম শেঠি বলেন, ‘যদি সরকার ভারতে যেতে নিষেধ করে তাহলে আমরা যাব না। আমরা একে অপরের বিরুদ্ধে খেলবো কিনা বা ভারতে যাব কিনা, এই সিদ্ধান্ত নেবে দেশের সরকার। একমাত্র সরকারেরই চূড়ান্ত ক্ষমতা রয়েছে এই ব্যাপারে কথা বলার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।