স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের জার্সিতে বরাবরই উজ্জ্বল নেইমার। ব্রাজিলের হয়ে জিতেছেন অলিম্পিক ও কনফেডারেশনস কাপ। কিন্তু সবচেয়ে আরাধ্য যে ট্রফি, সেই বিশ্বকাপটা হাতে তোলার সৌভাগ্য হয়নি পিএসজি সুপারস্টারের।
২০১০ সালে অভিষেকের পর দুটি বিশ্বকাপ খেলেছেন নেইমার। কিন্তু বিশ্বকাপে চুমু খাওয়াটা এখনো হলো না এই ব্রাজিলিয়ান তারকার।
২০১৪ সালে ঘরের মাঠ থেকে বিশ্বকাপ যেতে দেবেন না নেইমার – এমনটাই ভাবা হচ্ছিল।
কিন্তু চোটের কারণে তিনি ছিটকে পড়ার পর সেলেকাওদের স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়।
সেমিফাইনালে জার্মানির কাছে লজ্জার ৭-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে গিয়ে থেমে যায় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এবার কাতার বিশ্বকাপটা যে করেই হোক ঘরে তুলতে চান নেইমার। স্বদেশি কিংবদন্তি পেলের কাছাকাছি যেতে চান তিনি।
নেইমার জানালেন, এবার বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে নিজের জীবন দিতেও প্রস্তুত তিনি।
ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর ফুটবলার ডিয়েগো রিবাসের সাথে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি এটার (বিশ্বকাপ) জন্য আমার জীবন দিয়ে দেব। আমি দুইবার বিশ্বকাপ খেলেছি, তাই এই টুর্নামেন্টর ধরন আমার ভালোই জানা। আপনি অপ্রস্তুত থাকলে সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে না। তাই আমি এটাকে ছেড়ে দিতে পারি না। আমি সত্যিই এবার পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি।’
ব্রাজিলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার যোগ করেন, ‘আমি বিশ্বকাপ শিরোপা হাতে বছর শেষ করতে চাই। আমি নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করছি, যাতে সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারি।’ তথ্যসূত্র: গোল ডট কম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।