স্পোর্টস ডেস্ক : আগামী মার্চে অনুষ্ঠিতব্য মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব বাংলাদেশে আয়োজন করতে চায় বিসিবি। এ বিষয়ে আইসিসির কাছে প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, বাছাই পর্বের ম্যাচগুলো আয়োজন করা হবে সিলেটের দুটি ভেন্যুতে।
বিসিবির পরিচালক এবং উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘আমরা আয়োজক হতে চেয়ে আবেদন করেছি আইসিসি বরবার।
এখন জবাবের অপেক্ষায় আছি। আইসিসি অনুমোদন দিলে টুর্নামেন্টটি সিলেটেই অনুষ্ঠিত হবে।’
হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল খেলাটি। অন্য পাঁচটি ভেন্যু ইডেন পার্ক, সেডন পার্ক, বেয় ওভাল, ইউনিভার্সিটি ওভাল এবং ব্যাসিন রিজার্ভে প্রতিযোগিতার গ্রুপ পর্যায় ও সেমিফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের মাটিতে আগামী ৪ মার্চ থেকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। প্রকৃতপক্ষে এই আসরটি গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।