জুমবাংলা ডেস্ক : সারাবিশ্বের সাধারণ মানুষকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সারাবিশ্বের সাধারণ মানুষ ফিলিস্তিনি জনগণের সমর্থনে পাশে থাকবে। আমাদেরকে সমর্থন জানাতে মুসলিম হওয়া বাধ্যতামূলক নয়, শুধু মানুষ হলেই চলবে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এ কূটনীতিক।
তিনি বলেন, গত ছয় মাস ধরেই খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে গাজার মানুষজন। বিশেষ করে রমজানের এই সময় তারা খুব কঠিন সময় পার করছেন। সেখানে প্রচুর মানবিক সহায়তার প্রয়োজন।
রামাদান বলেন, আমাদের শত্রুরা অনেক বেশি শক্তিশালী। আমাদের শক্তি সারাবিশ্বের মুসলিম জনগোষ্ঠী। এই খারাপ সময়ে সবাইকে আমাদের পাশে প্রয়োজন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে রামাদান বলেন, ফিলিস্তিনের এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ানো দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আমি তাকে (পররাষ্ট্রমন্ত্রী) গাজার বর্তমান অবস্থা অবহিত করেছি। দ্বিপাক্ষিক অনেক বিষয়েই আলোচনা হয়েছে, বিশেষ করে মানবিক সহায়তার বিষয়ে কথা বলেছি। আমরা বাংলাদেশ থেকে কিছু সহযোগিতা চেয়েছি এবং পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিছু বিষয় গ্রহণ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।