Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বিশ্বের শীর্ষ ৭ ধনী রাষ্ট্রে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
    জাতীয়

    বিশ্বের শীর্ষ ৭ ধনী রাষ্ট্রে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ

    ronyJuly 14, 20224 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: কূটনীতিক, জনশক্তি রপ্তানিকারক, আমলা এবং নীতিনির্ধারকরা বলছেন, দেশের প্রধান প্রধান বিভাগীয় শহরগুলোতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হলে বিশ্বের শীর্ষ ৭ ধনী রাষ্ট্রে শ্রমবাজারে ধীরে ধীরে প্রবেশ করতে সক্ষম হবে বাংলাদেশ।

    এ বিষয়ে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “উন্নত দেশের শ্রমবাজারকে লক্ষ্য করে তরুণদের তৈরি করতে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে কয়েকটি আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান জরুরি।”

    সাম্প্রতিক সময়ে জার্মানির জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। পাশাপাশি করোনাভাইরাস মহামারির পর দেশটির শ্রমবাজারে দক্ষ শ্রমিকদের ঘাটতি আরও প্রকট হয়েছে।

    এ কারণে ইউরোপীয় দেশটির শ্রমবাজারে দক্ষ বাংলাদেশিরা শ্রমের প্রয়োজনের একটি নির্দিষ্ট অংশ পূরণ করতে সক্ষম বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
    প্রবাসী শ্রমিকরাই দেশের শ্রেষ্ঠ সন্তান
    বাংলাদেশিদের দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের জন্য জার্মানি ও বাংলাদেশের স্টেকহোল্ডারদের প্রস্তাব দেন তিনি। একইসঙ্গে জার্মানিতে যাওয়ার আগে বাংলাদেশিদের অবশ্যই জার্মান ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন এ রাষ্ট্রদূত।

    ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ২,২৭৫ জন শ্রমিক দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। দক্ষিণ কোরিয়ায় শ্রমবাজারে প্রবেশ করার পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ৪১,৮৬৮ জন শ্রমিক পাঠিয়েছে বাংলাদেশ।

    ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন বলেন, “প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে ওই দেশের ভাষা ও সংস্কৃতি শেখা খুবই জরুরি।”

    দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত সাবেক এবং বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, “নেপালের শ্রমিকরা দক্ষিণ কোরিয়ার ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ভালো বোঝে। এ কারণে দক্ষিণ কোরিয়ায় তাদের চাহিদাও বেশি। প্রাসঙ্গিক সেক্টরে প্রশিক্ষণের পাশাপাশি ভাষা ও সংস্কৃতিতে যথাযথভাবে দক্ষ হয়ে বাংলাদেশি শ্রমিকরাও নিজেদের চাহিদা বাড়াতে পারে।”

    এদিকে, দহমশি গ্রুপের চেয়ারম্যান নোমান চৌধুরী বলেন, “উন্নত দেশের শ্রমবাজারকে লক্ষ্য করে তরুণদের দক্ষ এবং প্রশিক্ষিত করে গড়ে তুলতে সরকারের উচিত বিভাগীয় শহরে কয়েকটি আন্তর্জাতিক প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা। কারণে কোনো দেশের শ্রমবাজারে প্রবেশের সময় শ্রম রপ্তানির প্রেক্ষাপটে প্রতিষ্ঠানের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    তিনি আরও বলেন, “জার্মানি ও জাপানের জনসংখ্যা কমছে। আমাদের দেশের তরুণরা নিজ নিজ সেক্টরে সঠিকভাবে প্রশিক্ষিত হতে পারলে বাংলাদেশ সেই দেশগুলোর শ্রমবাজার দখল করতে পারবে।”

    ১৯৯৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ২,২৩২ জন কর্মী জাপানে পাঠানো হয়েছে, যা মোট জনশক্তি রপ্তানির মাত্র ০.০২%।

    নোমান চৌধুরী বলেন, “অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে বিদেশি সংস্কৃতি ও ভাষা শেখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তরুণদের বিদেশি ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণ দিতে হবে। যে জাপানে যাবে তাকে অবশ্যই জাপানি ভাষা ও সংস্কৃতি শিখতে হবে। যে ব্যক্তি জার্মানিতে যাবে তাকে অবশ্যই জার্মান ভাষা ও সংস্কৃতি শিখতে হবে।”

    বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা যায়, বিশ্বের শীর্ষ ৭ ধনী রাষ্ট্রের প্রয়োজনীয়তার ওপর জাপানে জনশক্তি রপ্তানি নির্ভরশীল। কোভিড মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় জাপানে শ্রম রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। সংস্থাটির প্রশিক্ষণ অপারেশনের মাধ্যমে বিশেষভাবে প্রশিক্ষিত এবং দক্ষ ২১০ জন কর্মীকে জাপানে পাঠানো হয়েছে।

    বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মীর খায়রুল আলম বলেন, “প্রায় তিন হাজার বাংলাদেশি যুবককে জাপানি ভাষায় প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।” তাছাড়া, শিল্পোন্নত বাজারের চাহিদা পূরণের জন্য সরকার জনশক্তির উচ্চতর প্রশিক্ষণের দিকে নজর রাখছে বলেও জানান তিনি।

    বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ট্রেনিং অপারেশনের পরিচালক ইঞ্জিনিয়ার মো. সালাহ উদ্দিন জানান, জাপানের শ্রমবাজারে চাহিদা বাড়াতে বিএমইটি-এর অধীনে সারাদেশে প্রায় ৩০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি জাপানি ভাষা ও সংস্কৃতির ওপর ৬ মাসের কোর্সের সুযোগ রয়েছে।

    মো. সালাহ উদ্দিন জানান, করোনাভাইরাসের কারণে ২০২০ এবং ২০২১ সালে জাপানের শ্রমবাজারে বাংলাদেশ সহজে প্রবেশ করতে পারেনি। তবে বর্তমানে মহামারি পরিস্থিতির পরিবর্তন হওয়ায় আগামী এক বছরের মধ্যে ধীরে ধীরে জনশক্তি রপ্তানির উন্নতি হবে।

    তবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় জনশক্তি রপ্তানিকারকের দাবি, বিদেশে শ্রমশক্তি রপ্তানির জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ ও পাঠদান পদ্ধতির উন্নতি প্রয়োজন। পাশাপাশি এ বিষয়ক কোর্সের মেয়াদ ৬ মাস থেকে বাড়িয়ে এক বছর পর্যন্ত বাড়ানো উচিত।

    মিরপুরের দারুসসালামে বাংলাদেশ-কোরিয়া টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান বলেন, “প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা কোর্স পরিচালনা করছেন। ২০১৭ সালে পুনরায় শুরু হওয়া ৬ মাসব্যাপী কোর্সগুলোর জন্য প্রতি ব্যাচে ৭০ জন শিক্ষার্থী রয়েছে। কোর্সগুলো ফি মাত্র এক হাজার টাকা।”

    ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, “জন্মহার এবং দক্ষ জনসম্পদের অভাবে জাপানের কিছু শিল্পে শ্রমিকের ঘাটতি রয়েছে। জাপান সরকার বিশ্বাস করে যে ভবিষ্যতে শিল্প প্রবৃদ্ধির জন্য পর্যাপ্ত মানবসম্পদ নিশ্চিত করা প্রয়োজন।”

    দীর্ঘ অপেক্ষার পর মালয়েশিয়াগামী বাংলাদেশিদের জন্য সুখবর

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ৭ চায় জাতীয় ধনী পাঠাতে বাংলাদেশ বিশ্বের রাষ্ট্রে শীর্ষ শ্রমিক
    Related Posts
    Rajshahi

    ডিসি-এসপিরা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত

    July 7, 2025
    Gas

    সোমবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    July 6, 2025
    Sheikh Hasina

    শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন?

    July 6, 2025
    সর্বশেষ খবর
    শিক্ষকের প্রতি শ্রদ্ধা কেন জরুরি

    শিক্ষকের প্রতি শ্রদ্ধা কেন জরুরি? জানুন কারণগুলি

    প্রাকৃতিক উপায়ে দাঁত সাদা করা

    প্রাকৃতিক উপায়ে দাঁত সাদা করা: সহজ ঘরোয়া পদ্ধতি

    আত্মউন্নয়নে ধ্যানের ভূমিকা

    আত্মউন্নয়নে ধ্যানের ভূমিকা: শান্তি খুঁজুন

    কুরআনের আলোকে আত্মশুদ্ধি

    কুরআনের আলোকে আত্মশুদ্ধি:আত্মার পবিত্রতা অর্জনের পথ

    ছেলেদের স্কিন কেয়ার গাইড

    ছেলেদের স্কিন কেয়ার গাইড:সহজ টিপস

    আপনার পরিবারে শান্তি বজায় রাখার টিপস

    আপনার পরিবারে শান্তি বজায় রাখার টিপস:জেনে নিন সহজ উপায়

    আধুনিক শিক্ষায় ইসলামের অবদান

    আধুনিক শিক্ষায় ইসলামের অবদান: কেন জানা জরুরি?

    Hulu Palm Springs (2020)

    Top 10 Most Popular Hulu Web Films of All Time: A Streaming Legacy

    Bkash Noor

    নির্বাচিত সরকার না থাকলে দেশ নানা ঝুঁকিতে থাকে : নুর

    Archita Pukham

    Archita Pukham Viral Video Download – Why Searching for It Destroys Your Digital and Personal Life

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.