জিসান মাহমুদ, কুয়েত: কুয়েতে অনুষ্ঠিত ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সিরাজগঞ্জের আবু রাহাত। তিন ক্যাটগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১১৭টি দেশের সাথে অংশগ্রহণ করে এই এওয়ার্ড অর্জন করে।
স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হলরুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনূর্ধ্ব ১৩ বছরের গ্রুপে তৃতীয় হওয়ায় আবু রাহাত ১০ হাজার দিনার তথা বাংলাদেশি ৩৫ লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।
বিজয়ীদের তালিকায় প্রথম স্থান অধিকার করে কেনিয়া ও দ্বিতীয় স্থান অধিকার করে ঘানা থেকে আগত প্রতিযোগী। এ প্রতিযোগিতায় কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া, ইয়ামেনের বিশেষজ্ঞ বিচারকরা দায়িত্ব পালন করেন।
এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করে।
বাংলাদেশের হয়ে এই গৌরবময় সাফল্য অর্জনের জন্য কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান দূতাবাসের পক্ষ থেকে বিজয়ী হাফেজ আবু রাহাত কে শুভেচ্ছা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।