আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের মরশুম মানেই মজাদার সব বিয়ের ভিডিও ভাইরাল। সোশ্যাল মিডিয়া আসার পর থেকে একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে। কখনও বিয়ের মণ্ডপে কনেকে তুমুল নাচতে দেখা যায়। আবার কখনও দেখা যায় বর করে বসেছে মজার কিছু কাণ্ড। কিন্তু ফুলশয্যা যদি জেলে হয়েছে এমনটা শুনেছেন কখনও? হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে স্কটল্যান্ডে।
সেখানকার এক ২৬ বছরের যুবতী ও ৩৩ বছরের যুবকের বিয়ের দিন ঘটে যায় ভয়ানক কাণ্ড। সব কিছু মেনেই বিয়ে চলছিল। সকলেই বেশ মজা করছিলেন। বিয়েতে বসেছিল মদের আসরও। বিয়েতে মদের আসর বসানোটা নতুন কিছু নয়। কিন্তু সেই মদ খেয়ে কনে ঘটিয়ে ফেললেন ভয়ানক কাণ্ড।
হঠাৎ করেই ওই কনে নিজের মায়ের চুল ধরে টেনে নিয়ে গিয়ে জুতো দিয়ে মারতে থাকেন। কেন মাকে এভাবে মারছেন তিনি? তা কেউ বোঝার আগেই মাকে তুমুল মারে ওই কনে। এই ঘটনায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। কনের মা জানান, তাঁর মেয়ে তাঁকে প্রাণে মেরে ফেলতে চায়। সকলের সামনে এভাবে তাঁকে মেরেছে। এই ঘটনার পর পুলিশ বর ও কনে-সহ বিয়ে বাড়ির আরও কয়েকজনকে গ্রেফতার করে।
তবে ওই কনে এখানেই থেমে যাননি। বিয়েতে নিজের মাকে মারার ঘটনা সত্যিই ভাবা যায় না। এর জন্য একটুও আক্ষেপ নেই ওই কনের। এর পর জেলখানাতেই সদ্য বিয়ে করা বরের সঙ্গে যৌনতাতেও মাতেন তিনি। জেলেই পালন করেন ফুলশয্যা। সেখানে শুধু ওই দুই কাপল ছিলেন না, তাঁদের বন্ধু-বান্ধবও ছিলেন, যাদেরকে সেই রাতে পুলিশ ধরেছিল। এই ঘটনাটি ঘটে ২০১৯ সালে। এর পরে পুলিশ ওই বর-বউকে ছেড়ে দিলেও। কোর্টে কেস চলে। টানা দু’বছর পর এই মামলায় রায় দেন বিচারক। যদিও আপাতত ওই কনের কাণ্ড ভাইরাল সোশ্যাল মাধ্যেম।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel