জুমবাংলা ডেস্ক : গায়ে হলুদ হলো না রেহান মিয়ার (২৭)। শুক্রবার বিকালে ঢাকার ধামরাইয়ে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাকের চাপায় তিনি প্রাণ হারান।
বিকাল ৫টার দিকে ধামরাই উপজেলার কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের ঝিঁকুটিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ট্রাকের বেপরোয়া গতি বুঝতে পেরে মোটরসাইকেল চালক সড়কের ফুটপাতে চলে গেলেও শেষ রক্ষা হয়নি তার। দ্রুতগতির ওই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুরের খাজুটিয়া এলাকায় আব্দুর রহমানের ছেলে গায়ে হলুদ উপলক্ষে শুক্রবার তিনি কর্মস্থল কেরানীগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।
এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।
অপরদিকে মৃত মোটরসাইকেল আরোহীর মরদেহ স্বজনরা নিয়ে যান। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।