Advertisement
জুমবাংলা ডেস্ক: যশোরের বেনাপোলের ছোট আঁচড়া এলাকায় ট্রাকের ধাক্কায় শহর আলী (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
সোমবার ভোরে বেনাপোলের বাইপাস সড়কে দুর্ঘটনায় নিহত শহর আলী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের জলিল শেখের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, রাস্তা অতিক্রমের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় শহর আলী।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।