জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
এসময় আরও ২ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ীর গৃধারিপুর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই সময় একটি মালবাহী ট্রাক রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি গৃধারিপুর পেট্রোল পাম্পের সামনে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুইজনের চিকিৎসা চলছে বলে জানিয়েছে চিকিৎসক। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাঈদ মো. ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।