আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি গ্যাসের দাম বেড়েছে রেকর্ড পরিমাণ। এই সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত দেশগুলোর জ্বালানি মন্ত্রীদের আরেক দফা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
মন্ত্রীদের বৈঠকে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত জ্বালানি সংকট নিয়ে আলোচনা হবে বলে আজ মঙ্গলবার ইইউ কর্তৃপক্ষ জানিয়েছে।
জোটভুক্ত দেশ চেক প্রজাতন্ত্রের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জোসেফ সিকেলা বর্তমানে ইইউর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এক টুইট বার্তায় উল্লেখ করেন, ‘জ্বালানি সম্পর্কিত মন্ত্রিপরিষদের সঙ্গে আরেক দফা বৈঠক ডেকেছি। এতে চলমান সংকট মোকাবেলায় জোটভুক্ত দেশের মন্ত্রীরা অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করবেন। ’
ইউরোপের ২৭টি দেশ নিয়ে গঠিত এই জোট গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়ে এই ভেবে উদ্বিগ্ন যে, রুশ গ্যাসের মূল্য হ্রাস ক্রেমলিনের আক্রোশ হয়তো আরো বাড়িয়ে দেবে। রুশ গ্যাসের মূল্য হ্রাসের সিদ্ধান্ত কার্যকর করা হলে ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করার হুমকি দিয়েছে মস্কো। সূত্র : এএফপি
রানি এলিজাবেথের জান্নাত চেয়ে ওমরাহ পালন, ইয়েমেনি নাগরিক গ্রেপ্তার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।