Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় এক দিনের রিমান্ডে লিপটন
    আইন-আদালত ডেস্ক
    Bangladesh breaking news আইন-আদালত

    বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় এক দিনের রিমান্ডে লিপটন

    আইন-আদালত ডেস্কTarek HasanAugust 25, 20256 Mins Read
    Advertisement

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনী কালুর মাস্টারমাইন্ড কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার দুর্বাচারা গ্রামের জাহাঙ্গীর কবির লিপটনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় সোমবার (২৫ আগস্ট) তাকে গ্রেপ্তার দেখানোর পর আলাদত তার রিমান্ড মঞ্জুর করেন।

    রিমান্ডে লিপটন

    গত বছর ৫ আগস্ট কুষ্টিয়া শহরের আমলা পাড়ায় রাতে সবুজ (৩০) নাম এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ঐ বছরের ১৭ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ঐ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। পুলিশের তদন্তে ঐ মামলায় লিপটনের সম্পৃক্ত মিললে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য কুষ্টিয়া আদালতে আবেদন করেন। আদালত শুনানী শেষে ১৮ আগস্ট তাকে সে মামলায় পুনরায় আটক দেখানোর নির্দেশ দেন।

    আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া সদরের সাবেক এমপি মাহবুবউল আলম হানিফের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন লিপটন। নৌকার প্রচারণায় গিয়ে এলাকার বিভিন্ন জায়গায় ভোট না দিলে ভোটের পরে খেলা হবে বলে হুমকি দেয়, সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় প্রকাশ্যে দল বল নিয়ে সে বেশ কয়েকবার ছাত্রদের ওপর হামলা চালায়। পুলিশের সঙ্গে মিশে সে নিজের অবৈধ অস্ত্র দিয়ে বিক্ষোভ ঠেকাতে শহরের একাধিক জায়গায় শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে বলে তথ্য রয়েছে।

    আওয়ামী লীগের পতনের পর সে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের আত্মীয় পরিচয় তার সঙ্গে ঘোরাফেরা এবং এলাকার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে থাকে। আওয়ামী লীগের দোসর এখন বিএনপির ঘাড়ে’সহ নানা শিরোনামে এ বিষয়ে স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় সংবাদ ছাপা হয়। বিশাল অস্ত্র ভান্ডার, ক্যাডার বাহিনী ও দলীয় ক্ষমতার প্রভাবে লিপটনের বিরুদ্ধে কেউ কোন কথা বলার সাহস রাখেনি।

    এক পর্যায়ে নিজ বাড়ি থেকে গত ৬ জুন তিন সহযোগী ও ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ লিপটনকে আটক করে কুষ্টিয়ার সেনাবাহিনীর একটি আভিযানিক দল। সে ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অস্ত্র মামলায় রিমান্ড নেওয়া হয়।

    গত ২১ ফেব্রুয়ারি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কমান্ডার ও হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানেফ আলী, শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়ার পিয়ারপুরের রাইসুল ইসলামকে হত্যা করে দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালু। কালুর ঘনিষ্ঠ, সিরিজ কিলিং মিশনের মাস্টারমাইন্ড লিপটন এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে শৈলকুপা থানা পুলিশ ঘটনা তদন্ত শেষে নিশ্চিত হয়। গত ২৫ জুন শৈলকুপা থানা পুলিশের আবেদনের ভিত্তিতে সে মামলায় ঝিনাইদহ আদালত লিপটনকে আসামী হিসেবে অন্তর্ভুক্ত করে। গত ১ জুলাই কুষ্টিয়া কারাগার থেকে লিপটনকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয় এবং পুলিশের আবেদনের ভিত্তিতে গত ৭ জুলাই ঝিনাইদহ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

    ইতোমধ্যেই লিপটনের উপযুক্ত শাস্তির দাবিতে গ্রেপ্তারের দিন গত ৬ জুন শহরের এনএস রোডে এবং গত ১৫ জুন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিপুল সংখ্যক নারী-পুরুষ মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। গত ১৫ জুন তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কুষ্টিয়ার পুলিশ সুপার ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অনুলিপি পাঠানো হয়।

    ৯০ দশকে ছাত্রলীগের ক্যাডার হিসেবে কুষ্টিয়ায় নানা সমালোচনার জন্ম দেন লিপটন। দাঙ্গাবাজ হিসেবে পরিচিতি লিপটন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মুকুল-শাহীনের নেতৃত্বে গণমুক্তিফৌজে যোগ দেন ২০০০ সালে। নীতি আদর্শ বর্জিত ও সংগঠন বিরোধী নানা কাজে জড়িয়ে পড়লে তাকে ২০০৬ সালে গণমুক্তিফৌজ থেকে অব্যাহতি দেওয়া হয়।

    লিপটনের ভাই আলমগীর কবির বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে কর্মরত। ২৭তম বিসিএস উত্তীর্ণ হলে ২০০৬ সালে পুলিশী প্রতিবেদনে সমস্যা দেখা দেয়। সে সময় লিপটন র‌্যাব ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজস করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ চরমপন্থীদের ধরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স নেয়। এর পর সিনেমার কাহিনীকে হার মানিয়ে সে একে একে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থিদের হত্যার মিশনে নামে। সে সময় থেকে প্রশাসন থেকে লিপটনকে সকল প্রকার সহযোগিতা করা হত।

    আওয়ামী পরিবারের সদস্য পরিচয় দিয়ে লিপটনের ভাই উপ সচিব আলগীর কবির আওয়ামী লীগের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব এবং কুষ্টিয়া মাহবুবউল আলম হানিফের সঙ্গে সখ্যতা তৈরি করে। ২০০৯ থেকে এক টানা ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের দু:শাসনের সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করে লিপটন, এ সময়ে হাজারো অপরাধ করলেও তার নামে মামলা নেয়নি প্রশাসন।

    আওয়ামী লীগের শাসনামলে এলাকার অনুষ্ঠানে হানিফের পাশাপাশি বসতেন, মিছিল মিটিংএ নেতৃত্ব দিতেন। ৫ আগস্ট পতনের আগে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের আন্দোলন প্রতিরোধ করতে লিপটন অগ্রণী ভূমিকা রাখে। সশস্ত্র বাহিনী নিয়ে শহরে প্রকাশে মহড়া দেয়, পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের মিছিলে গুলি করা এবং হাত মাইক নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিলকারীদের লাশ ফেলে দেওয়ার হুমকি দেয়, যা অনলাইনে ভাইরাল হয়।

    শেখ হাসিনা পালিয়ে গেলে লিপটনও কিছুদিনের জন্য গা ঢাকা দেয়। এরপর রাতারাতি ভোল পাল্টে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিয়ে প্রকাশ্যে এসে আবারও নানা অপতৎপরতা শুরু করে। এর ফলে জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের হত্যা মামলায় ভয়ে কেউ তাকে আসামি করেনি।

    একদিকে সরকারি দল অন্যদিকে র‌্যাব-দুটো ক্ষমতাকেই ইচ্ছেমতো ব্যবহার করেছে লিপটন। এলাকায় আধিপত্য বিস্তার ও বিরোধীদের দমাতে যাকে তাকে অস্ত্রসহ র‌্যাব দিয়ে আটক করানো, হত্যা করা এবং অস্ত্রসহ প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যেত।

    এখনও তার ভাই উপসচিব আলমগীর কবির ক্ষমতার অপব্যবহার করে সবখানে লিপটনের পক্ষে তদবির চালিয়ে যাচ্ছেন। বাড়িতে সেনা অভিযানের দিনে আলমগীর কবিরও উপস্থিত ছিলেন এবং তিনি সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও অবিলম্বে ভাইকে মুক্ত করে আনবেন বলে চ্যালেঞ্জ করেছিলেন বলে জানিয়েছিলেন স্থানীয়রা।

    ২০০৯ সালের ৮ আগস্ট তিনজনকে হত্যা করে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায় গণপূর্ত কার্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যাগের ভেতর তিনটি মানুষের মাথা ঝুলিয়ে রেখে যায়। ২০১১ সালের ১৫ মার্চ রাত ১ টার দিকে ভারতের নদীয় জেলার চাপড়া থানার ছোট আন্দুলা গ্রামে কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুরের চেয়ারম্যান আনুকে স্বাসরোধ করে জবাই করে হত্যা করে। ২০১২ সালে কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের আজিবার চেয়ারম্যানকে ভারতের নদীয়া জেলার ধানতোলা থানা এলাকায় জবাই করে হত্যা করে। একই সালে কুষ্টিয়া ইবি থানাধীন লক্ষীপুর বাসস্ট্যান্ডে আব্দালপুর এলাকার রহমান ও হাসেম নামের দুই জনকে গুলি করে ও জবাই করে হত্যা করে কালু ও লিপটন।

    ২০১৩ সালের দিকে মাহবুব-উল আলম হানিফকে তার এলাকায় ফুলের তোড়া দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন এই চরমপন্থি লিপ্টন। মেজর জেনারেল জিয়াউল আহসানের ক্ষমতাবলে নিজ এলাকার নিরীহ এক ইউপি মেম্বারসহ প্রায় ২০/২৫ জনকে র‌্যাবের মাধ্যমে তুলে এনে অস্ত্র রাখার অভিযোগ দিয়ে কারাগারে পাঠানোর পর হাজার হাজার নারী-পুরুষ তার বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে মিছিল-সমাবেশ করেছিল।

    এছাড়া ২০১৫ সালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজকে গাজীপুরের একটি রিসোর্ট থেকে র‌্যাব তুলে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি। এ ঘটনার জন্য সবুজের পরিবার হানিফকে দায়ী করে মামলা করেছে। অভিযোগ আছে, র‌্যাবকে দিয়ে সবুজকে অপহরণের পেছনে সরাসরি জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে। ভয়ে লিপটনের বিরুদ্ধে মামলা করতে পারেনি পরিবার।

    দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

    গত ১৫ জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়ায় অবস্থিত জেটি ইন্টারন্যাশনাল (জাপান টোব্যাকো) বাংলাদেশ লিমিটেডে বোমা ও গুলি বর্ষন করে। ২ ফেব্রুয়ারি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে এলোপাথাড়ি গুলি করে। গত ১৬ ফেব্রুয়ারি সোমবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়ার আতিয়ার খাঁকে ফসলের মাঠে হত্যা করে কালু, লিপ্টন ও সদর উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান ঝন্টু, অথচ সে হত্যা মামলায় পরিবার থেকে ভয়ে লিপটনের নামে আসামি করতে পারেনি। গত ১৮ ফেব্রুয়ারি কুমারখালীর কয়া ইউনিয়নের সৈয়দ মাসউদ রুমী সেতুর নিচে বালুর ঘাট থেকে দুইজনকে অপহরণকরে, নানামুখী সন্ত্রাসী কার্যক্রমে তুমুল আলোচনায় আসে লিপটন।

    সূত্র : দেশ টিভি

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Armed Politics Bangladesh bangladesh, breaking Extremist Mastermind Kushtia Jahangir Kabir Lipton Kushtia Crime News Kushtia DC Court Kushtia Law and Order Kushtia Lipton Kushtia Murder Case news Southwest Extremist Bangladesh আইন-আদালত আন্দোলনে এক কুষ্টিয়া চরমপন্থি কুষ্টিয়া হত্যা মামলা জাসদ কালু জাসদ গণবাহিনী কালু দিনের বৈষম্যবিরোধী বৈষম্যবিরোধী আন্দোলন মামলায়’ রিমান্ডে লিপটন লিপটন গ্রেপ্তার লিপটন রিমান্ড সেনা অভিযান কুষ্টিয়া হত্যা
    Related Posts
    জনপ্রশাসন

    দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

    August 25, 2025
    চট্টগ্রাম বন্দরের মাশুল

    ৩৯ বছর পর বাড়ছে চট্টগ্রাম বন্দরের মাশুল, গড়ে ৪১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

    August 25, 2025
    তৌহিদ আফ্রিদি

    ৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি

    August 25, 2025
    সর্বশেষ খবর
    Cyprus Cat Killings Prompt $1000 Reward for Suspects

    Cyprus Cat Killings Prompt $1000 Reward for Suspects

    রিমান্ডে লিপটন

    বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় এক দিনের রিমান্ডে লিপটন

    USC False Alarm Sparks Campus-Wide Active Shooter Scare

    USC False Alarm Sparks Campus-Wide Active Shooter Scare

    Samsung Galaxy Z Flip6 বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    Samsung Galaxy Z Flip6 বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    Samsung Galaxy A14 5G বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    Samsung Galaxy A14 5G বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    জনপ্রশাসন

    দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

    Salim Khan Feeds Wife Salma as Fans Adore Couple

    Salim Khan Feeds Wife Salma as Fans Adore Couple

    OnePlus 13 Mini

    OnePlus 13 Mini : 50MP ডুয়াল ক্যামেরাসহ আসছে

    Deadpool VR Revives Classic Shooter Gameplay

    Deadpool VR Revives Classic Shooter Gameplay

    oppo-reno-13-5g

    OPPO Reno 13 5G : 50MP সেলফি ক্যামেরাসহ সেরা স্মার্টফোন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.