জুমবাংলা ডেস্ক : বোনের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ভাই। শনিবার সন্ধা ৭টায় ঘটনাটি ঘটে রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার চরকর্ভা গ্রামের রিয়াজুল শিকদারের ছেলে। নিহতের নাম রবিন শিকদার(১৯)
নিহতের বাবা রিয়াজুল সিকদার জানান বড় বোন রেশমা সাথে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। পরে রুমের মধ্যে দরজা বন্ধ করে গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় পরে তাকে জানালা দিয়ে দেখে দরজা খুলে। তাকে অচেতন অবস্থায় মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহত নাম রবিন বর্তমানে মোহাম্মদপুর বছিলা মেট্রো হাউজিং এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। মৃত যুবক বর্তমানে ড্রাইভিং শিখছিলে তবে তেমন কোন কাজকর্ম করে না। দুইবোন এক ভাইয়ে মধ্যে সে ছিল দ্বিতীয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।