স্পোর্টস ডেস্ক : উপমহাদেশের দলগুলো বরাবরই অস্ট্রেলিয়ায় গিয়ে হ্যাস্ত ন্যাস্ত হয় । এক্ষেত্রে ব্যতিক্রম নয় পাকিস্তানও। ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ায় ১২ বারের চেষ্টায় একটি টেস্ট ড্রও করতে পারেনি পাকিস্তান। হারতে হয়েছে প্রতিটা ম্যাচ।
এমনকি ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হক, শোয়েব আখতার, মোহাম্মদ ইউসুফ, ওয়াকার ইউনুস, মিসবাহ-উল-হক, ইউনুস খানের মতো ক্রিকেটারদের নিয়েও গত ২২ বছরে অস্ট্রেলিয়ায় সাফল্যের দেখা পায়নি পাকিস্তান। সেই তুলনায় এবারের পাকিস্তান দলে অভিজ্ঞ খেলোয়াড়ের সংখ্যা খুবই কম।
তাই অস্ট্রেলিয়া সফরের জন্য এবার পাকিস্তান তাদের দলে রেখেছে চমক। টেস্ট দলে জায়গা পেয়েছে নাসিম শাহ এবং মুসা খানের মতো তরুণ খেলোয়াড়েরা।
তরুণ দুই খেলোয়াড়ের উদ্দেশ্যে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার বলেন, তোমরা তরুণ হলেও অস্ট্রেলিয়ায় ভয়ে নিয়ে খেললে চলবে না।
পাকিস্তানি এই সাবেক পেসার মনে করেন, তরুণদের উচিত মাঠে আক্রমণাত্মক আচরণ দেখানো। এক মুহূর্তের জন্যও অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণাত্মক হওয়া চলবে না। শুধু তাই নয়, শোয়েব নতুন দুই তরুণ ক্রিকেটারকে আরও একটি তরিকা দেন।
শোয়েব বলেন, এই ঘোষণাটা (আচরণ) খুবই গুরুত্বপূর্ণ। দুটি বল অবশ্যই অজি ব্যাটসম্যানদের মাথায় অথবা ঘাড়ে লাগাতে হবে। আর অধিনায়কের উচিত এটা নিশ্চিত করা। যেনো বোলারদের জন্য রক্ষণাত্মক কৌশল সাজানো না হয়।
অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর, ব্রিসবেনের গ্যাবায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।