টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ শুক্রবার (১৯ নভেম্বর)। তাতে টসে জয় পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। দেশ ছাড়ার আগে সাকিব আল হাসানের দেখানো সেমিফাইনাল-স্বপ্ন তো বটেই, এমনকি মাহমুদউল্লাহ রিয়াদের দেখানো সুপার টুয়েলভে প্রথম জয়ের লক্ষ্যও পূরণ হয়নি বাংলাদেশের। এর আগে তো গ্রুপ পর্ব নিয়েই সৃষ্টি হয়েছিল শঙ্কা! যদিও শেষমেশ কোনোক্রমে গ্রুপ পর্ব পেরিয়েছে বাংলাদেশ। তবে মূল পর্বে সেই পুরনো ব্যর্থতাই ফিরে এসেছে আবার। এই সিরিজে সে ব্যর্থতাই ফেলতেই চাইছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

ওদিকে পাকিস্তান পুরো বিশ্বকাপে দারুণ খেলেছে। শুরুতে ভারত, এরপর নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে দেখতে শুরু করেছিল বিশ্বকাপের স্বপ্নও। যদিও সে স্বপ্নটা বিশ্বকাপের সেমিফাইনালেই শেষ হয়ে যায় তাদের। তবে বাংলাদেশের বিপক্ষে সে মোমেন্টামটাই ধরে রাখতে চেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

সেই লক্ষ্য নিয়েই দুই দল আজ মুখোমুখি হয়েছে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের শুরুর ম্যাচে টস জয় হয়েছে মাহমুদউল্লাহর। শুরুতে চাপহীন ব্যাটিং করে প্রতিপক্ষকে চাপে ফেলার লক্ষ্য থেকেই নিয়েছেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত।