ব্লগার ইভানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

জুমবাংলা ডেস্ক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আরজান ইভানের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইভানের চিকিৎসার খোঁজ নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। যেখানে ইভানের পরিবারের হাতে তারা আর্থিক সহায়তাও তুলে দেন।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘রাজবন্দীর জবানবন্দী’ বই লেখার কারণে ২০১৮ সালে গুমের শিকার হন ও দীর্ঘ ৭ মাস কারাভোগ করতে হয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আরজান ইভানকে।

তারেক রহমানের নির্দেশনায় হাসপাতালে ছুটে যান ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় উপস্থিত ছিলেন— প্রখ্যাত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি নেতা হাবিব সাত্তার, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন প্রমুখ।

সরকার পরিচালনায় অদক্ষতাকে জনগণ সহজভাবে নেবে না : তারেক রহমান