স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে আধিপত্য বজায় রেখে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই পর্বের পরবর্তী ম্যাচে আগামী রবিবার ভারতের মুখোমুখি হবেন তারা। এর আগে টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাক অধিনায়ক বাবর আজম।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, টাইগারদের উড়িয়ে দেওয়ার পর ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে বাবর বলেন, বড় জয় সবসময় আত্মবিশ্বাস জোগায়। আমাদের পরের খেলা ভারতের বিপক্ষে। সেই মহারণের আগে আমরা মোটেও চাপে নেই।
গ্রুপ পর্বে বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বাতিল হয়ে যায়। যেখানে পাক পেসারদের দাপটে ২৬৭ রানে অলআউট হয়ে যায় রোহিত অ্যান্ড কোং। পরে আর ব্যাট করার সুযোগ পাননি পাক ব্যাটাররা। তবে ওই ম্যাচেও শাসন করেন বাবররা।
পাক কাপ্তান বলেন, আসন্ন বিগ ম্যাচের আগে আমরা কোনো ধরনের চাপের মধ্যে নেই। বাংলাদেশের বিপক্ষে জয় ভারতের বিরুদ্ধে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। ভারতীয় টিমের মোকাবিলা করতে প্রস্তুত আমরা। পরের ম্যাচে আমরা আমাদের ১০০ শতাংশ দেব।
গতি আর সুইংয়ে বাংলাদেশ ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন হারিস রউফ ও নাসিম শাহ। তাদের দারুণ সঙ্গ দেন শাহিন শাহ আফ্রিদি। পেস অ্যাটাকের প্রশংসা করে বাবর বলেন, এ জন্য ছেলেদের কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে পেসারদের। রউফ চমৎকার বোলিং করেছে। ফাহিম আশরাফ ভালো করেছে। নাসিমও মাঠ মাতিয়েছে।
রউফ ৪ ও নাসিম ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন। পরে ৭৮ রানের ঝলমলে ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান ইমাম-উল হক। শেষে ৬৩ রানের হার না মানা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মোহাম্মদ রিজওয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।