স্পোর্টস ডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আরেক গাড়িতে ধাক্কা মেরে আটক হয়েছেন ভারতের সাবেক এ ব্যাটার ও শচীন টেন্ডুলকারের বন্ধু বিনোদ কাম্বলি।
ধাক্কা মেরেছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার রমেশ পাওয়ারের স্ত্রী তেজস্বিনী পাওয়ারের গাড়িতে।
রোববার মুম্বাইয়ে বান্দ্রার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নিচে পার্ক করে রাখা তেজস্বিনীর গাড়িতে ধাক্কা দেন কাম্বলি।
ভারতীয় গণমাধ্যমকে কাম্বলির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাই পুলিশের উপকমিশনার মঞ্জুনাথ সিং।
তিনি বলেন, বিনোদ কাম্বলি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তিনি একটি গাড়িকে সে অবস্থায় ধাক্কা দেন। পরে তাকে আটক করা হয়। থানায় নিয়ে মেডিকেল পরীক্ষার পর তার শরীরে অ্যালকোহলের অস্তিত্ব মেলে।এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশের বান্দ্রা থানা। কাম্বলিকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।
শচীন টেন্ডুলকারের বাল্যবন্ধু কাম্বলি। ১৯৯১ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। টেস্ট অভিষেক হয় ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায়।
১৯৯১ থেকে ২০০০ সালের মধ্যে ১৭টি টেস্ট আর ১০৪টি ওয়ানডে খেলেছেন কাম্বলি। ভারতের হয়ে ১৯৯২ ও ১৯৯৬ সালে দুটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন তিনি।
টেস্টে বাঁহাতি ব্যাটারের সংগ্রহ ১০৮৪ রান। ১০৪টি ওয়ানডেতে ২টি শতরানসহ ২৪৭৭ রান সংগ্রহ করেন কাম্বলি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।