সীমান্ত বৈরিতার প্রভাব পুরোদমে পড়ে ভারত-পাকিস্তানের ক্রীড়াঙ্গনে। বিশেষ করে ক্রিকেটে একে অপরকে চিরপ্রতিদ্বন্দ্বী মনে করে। তেমন একটা প্রশংসায় মাতেন না দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
তবে এবার সেই রীতির উল্টোপথেই গেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
প্রশংসায় ভাসালেন ভারত দলকে।
ইংল্যান্ডে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ভারতের পারফরম্যান্সে যারপরনাই মুগ্ধ আফ্রিদি।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ৫০ ও ৪৯ রানে জিতেছে ভারত। রোববার শেষ ম্যাচে ১৭ রানে হারলেও ইংল্যান্ডের ২১৫ রানের জবাবে সুর্যকুমারের ৫৫ বলে ১১৭ রানের ইনিংস ছিল প্রশংসনীয়।
সেসব বিষয়কে সামনে রেখে আফ্রিদি জানালেন, আসছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দল হট ফেভারিট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বুমবুম আফ্রিদি লিখেছেন, ‘ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং যোগ্য দল হিসেবেই সিরিজটি জিতেছে। দারুণ বোলিং পারফরম্যান্স। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে নিশ্চিতভাবেই তারা ফেভারিট।’
অন্যদিকে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের বিশ্বাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে পাকিস্তান।
মেলবোর্নে আইসিসি ডিজিটালে ওয়াকার বলেন, ‘এবারের বিশ্বকাপে আমাদের দলের অনেক বড় সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার পিচগুলো সাধারণত ব্যাটিংবান্ধব হয়। আমাদের দলে অনেক ভালো ব্যাটার আছে, যারা এসব কন্ডিশনে অনেক ভালো খেলতে পারবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।