নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভারতের আসামের গৌহাটির ডিস্ট্রিক্ট লাইব্রেরি হলে স্থানীয় প্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠন রূপকলা কেশরীর উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য এক আবৃত্তি উৎসব।
এতে ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের আবৃত্তিশিল্পীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলকাতার ঘরে বাইরে প্রকাশনা থেকে প্রকাশিত আসামের খ্যাতিমান কবি ও আবৃত্তিশিল্পী উপম শাইকিয়ার লেখা অসমীয়া ভাষার কাব্যগ্রন্থ ‘দ্যা লাভার অব ওয়ার্ডস’ এবং কবি চৈতালী শীলের করা বইটির বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
বই দুইটির মোড়ক উন্মোচন করেন ঘরে বাইরে প্রকাশনা সংস্থার প্রধান কবি ও অন্দরসজ্জাবিদ সুদীপ ভট্টাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন কবি উপম শাইকয়া, কবি চৈতালী শীল ও বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্মসচিব মাসুম আজিজুল বাসার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।