সাউদাম্পটনে ভারতের বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলেছে আফগানিস্তান। দুর্দান্ত লড়াইয়ের পরও ১১ রানে হারে আফগানরা। একদিন বাদে একই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে আফগানিস্তান। তাই ভারতের বিপক্ষে ম্যাচে লড়াই করার মানসিকতা থেকে অনুপ্রেরণা খুঁজছেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব।
ম্যাচ আগের দিন সংবাদ সম্মেলনে নাইব বলেন, আমরা এরই মধ্যে এই উইকেটে খেলেছি। ভারতের বিপক্ষে গতকালই খেলেছি। গতকাল ছিল রৌদ্রোজ্জ্বল দিন। আমাদের জন্য ভালো দিন ছিল। দুই দলের জন্যই। আমরা হেরেছি, কিন্তু ভালো কিছুও করেছি। ঐ ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। বাংলাদেশের বিপক্ষে আরও বেশি করার চেষ্টা থাকবে।
বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাই সাকিবকে নিয়ে চিন্তার ভাঁজ নাইবের কপালে।
তিনি বলেন, সাকিবকে থামানো সহজ নয়। সে দুর্দান্ত ফর্মে আছে। কেউ বলতে পারবে না, সাকিবকে থামানো যাবে। কিন্তু আগামীকাল একটি নতুন দিন। সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সে নবী এবং রশিদের সঙ্গে খেলেছে। যদি আগামীকাল তার দিন হয়, তাহলে সে ভাল খেলবে। তবে দিনটা যদি আমাদের হয়,তাহলে শুধু সাকিব নয় যে কোন দলের জন্য কঠিন হয়ে পড়বে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের স্পিন অ্যাটাককে সেরা বলছেন নাইব। তাই স্পিন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা আফগান অধিনায়কের।
পাশাপাশি বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি, আমি সত্যিই বাংলাদেশকে দেখে মুগ্ধ। তারা টুর্নামেন্টে ভালো করেছে। যদি উইকেট আমাদের স্পিনারদের সাহায্য করে তাহলে প্রত্যেকের জন্য ম্যাচটা কঠিন করতে পারি, সেটা শুধু বাংলাদেশের বিপক্ষে নয়। আমাদের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। উইকেট আমাদের অনুকূলে থাকলেই হলো।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel