স্পোর্টস ডেস্ক: এরই নাম ওয়েস্ট ইন্ডিজ। কখনও পুরো আত্মসমর্পণ, আবার কখনও দুর্ধর্ষ প্রত্যাবর্তন। ওবেড ম্যাকয়ের ছয় উইকেটে বিধ্বস্ত রোহিতরা। সোমবার মধ্যরাতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। খবর আজকাল’র।
তবে এই জয়ের অন্যতম কাণ্ডারি ব্রেন্ডন কিংও। তাঁর ৬৮ রানে ভর করে লক্ষ্যে পৌঁছয় ক্যারিবিয়ানরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের ২ বল আগেই ১৩৮ রানে অলআউট হয়ে যায় ভারত। রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতেই জয়সূচক রানে তুলে নেয় পুরানের দল। তবে খুব যে অনায়াসেই লক্ষ্যে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ সেটা নয়। ব্রেন্ডন কিং ছাড়া বাকি সব ব্যাটারই ব্যর্থ। ৫২ বলে ৬৮ রান করেন ক্যারিবিয়ান ওপেনার।
শেষদিকে ডেভন থমাসের ১৯ বলে করা ৩১ রান ওয়েস্ট ইন্ডিজকে জিততে সাহায্য করে। তবে ভারতীয় ইনিংসে যেভাবে ধস নামিয়েছিলেন ম্যাকয়, মনে হয়নি জিততে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
এদিনও রোহিতের সঙ্গে ওপেন করেন সূর্যকুমার।
ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট ভারত অধিনায়ক। ম্যাকয়ের প্রথম বলেই আকিল হোসেনের হাতে ধরা পড়েন। টিকে থাকতে পারেননি সূর্যকুমারও। তিনিও ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘ চেহারার জোরে বোলারের শিকার। ১৭ রানে ২ উইকেট হারায় ভারত। রান পাননি শ্রেয়স আইয়ারও (১০)। আক্রমণাত্মক মেজাজে শুরু করলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ঋষভ পন্থও। ১২ বলে ২৪ করে আউট হন। ৬.৩ ওভারে ৬১ রানে ৪ উইকেট হারায় ভারত।
এরপর হার্দিক পাণ্ডিয়া (৩১) এবং রবীন্দ্র জাদেজার (২৭) ব্যাটে ভর করে কিছুটা ভদ্রস্থ জায়গায় পৌঁছয় ভারত। প্রথম ম্যাচে ঝড়ো ইনিংস খেলা দীনেশ কার্তিকও (৭) ব্যর্থ। ১৯.৪ ওভারে ১৩৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন ম্যাকয়। রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা ভাল করে ওয়েস্ট ইন্ডিজ। দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ব্রেন্ডন কিং। তবে বাকিরা ব্যর্থ। রান পাননি কাইল মেয়ার্স (৮), নিকোলাস পুরান (১৪), শিমরন হেটমেয়ার (৬)।
শেষ ওভারে আবেশের প্রথম দুই বলে ছক্কা এবং চার হাঁকিয়ে দলকে জেতান ডেভন থমাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।