স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে চলতি সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়ে ছিল ভারত।
বাংলাওয়াশ এড়াতে হলে আজ চট্টগ্রামে চ্যালেঞ্জিং স্কোর গড়তেই হতো লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। কিন্তু সেই স্কোর যে চারশো ছাড়িয়ে যাবে তা হয়তো খোদ ভারতও অনুমান করতে পারেনি।
ইশান কিশানের ডাবল (২১০) আর বিরাট কোহলির (১১৩) সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানের পাহাড় গড়েছে ভারত। ওয়ানডে ক্রিকেটে এদিন চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস খেলেছে ভারত।
ওয়ানডে ক্রিকেটে ২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক বীরেন্দ্রর শেহবাগের (২১৯) ডাবল সেঞ্চুরিতে সর্বোচ্চ ৪১৮ করেছিল ভারত।
এর আগে ২০০৯ সালে শ্রীলংকার বিপক্ষে রাজকোটে শেহবাগের ১৪৬ রানের ইনিংসে ভর করে ৪১৪ রান করে ভারত।
২০০৭ সালে বারমুডার বিপক্ষে শেহবাগের ১১৪ রানের ইনিংসে ভর করে পোর্ট অব স্পেনে ৪১৩ রানের স্কোর গড়ে ভারত।
শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইশান কিশানের ডাবল আর বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে রেকর্ড ৪০৯ রান করেছে ভারত।
এর আগে এই জহুর আহমেদ স্টেডিয়ামে ২০০৬ সালে স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে সর্বোচ্চ ৩০৯ রান করেছিল শ্রীলংকা। গত ১৬ বছর ধরে এটাই ছিল জহুর আহমেদ স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে কোনো দলের সর্বোচ্চ স্কোর। শ্রীলংকার করা সেই রেকর্ড শনিবার ভেঙ্গে নতুন ইতিহাস গড়ে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।