স্পোর্টস ডেস্ক : ডেভিড বেকহ্যাম ও রোনাল্ডো এবার কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন! লাইনটা পড়ে অবাক হবেন না। বাস্তবে এটাই হতে চলেছেন। তবে এরা দুজন ফুটবলার নন। এরা হলেন সাইক্লিস্ট। নামের মিল ছাড়া অন্যকিছুতে মিল নেই তাদের। এবার কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ডেভিড বেকহ্যাম ও রোনাল্ডো সিং নামের দুই অ্যাথলিট। তরুণ দুই মুখ বর্তমানে তাঁদের নামের জন্য ভাইরাল। তাঁরা আরও আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠকের পর থেকে।
রোনাল্ডো নামটা শুনলে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo) নয়ত ব্রাজিলিয়ান রোনাল্ডো গাউচোর (Ronaldo Gaucho) নামটা মনে আছে। আর ডেভিড বেকহ্যাম (David Beckham) তো একজনই। কিন্তু তাদের নামে যে ভারতে অ্যাথলিট আছে যা খুব কম লোকই জানতেন। এবার কমনওয়েলথ গেমসের সৌজন্য তা জানতে পারছে।
কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারত কখনও সাইক্লিংয়ে পদক জেতেনি। এবার সেই পদকের খরা এই তরুণ জুটির হাত ধরে কাটবে বলে আশাবাদী সকলে। বর্তমানে তাঁরা সেরা ফর্মে রয়েছেন।
কে এই রোনাল্ডো সিং লাইটোনজাম?
আদতে মণিপুরের বাসিন্দা। এখানকার মানুষরা ফুটবল পাগল। সেই থেকেই নাম রোনাল্ডো। কিন্তু ফুটবলের প্রতি রোনাল্ডোর ভালোবাসা ছিল না। তার বদলে হাই ডাইভিং, জিমন্যাস্টিং এবং সুইমিং করতেন। পরে তিনি সাইক্লিং শুরু করেন। ১৪ বছর বয়সে সাইক্লিং শুরু করে রোনাল্ডো।
এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে রোনাল্ডো ব্রোঞ্জ জিতেছিল। এরপর পুরুষদের এলিট স্প্রিন্ট রেসে তিনি রুপো জেতেন। ৯.৯৪৬ সেকেন্ডে স্প্রিন্ট শেষ করে তিনি রেকর্ড তৈরি করেন। ২০১৯ সালে তিনি জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। ২০২২ সালে এশিয়ান সাইক্লিং চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় সাইক্লিস্ট হিসেবে রুপো জিতে নাম উজ্জ্বল করেন রোনাল্ডো।
কে ডেভিড বেকহ্যাম?
আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের নিকোবর দ্বীপের বাসিন্দা ডেভিড বেকহ্যাম দেশের পেশাদার সাইক্লিস্ট। ২০২০ সালে গুয়াহাটিতে আয়োজিত ইয়ুথ গেমসে ২০০ মিটার সাইক্লিংয়ে সোনা জেতেন। তাঁর দাদু ছিলেন ফুটবলের ভক্ত। তাই ডেভিড বেকহ্যামের নাম অনুসারে নাতির নাম রাখেন। রোনাল্ডোর থেকে তাঁর সাফল্য কিছুটা কম হলেও তাঁকেও এবার পদক জয়ের ঘোড়া হিসেবে দেখা হচ্ছে।
অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি যদি এবার ডেভিড বেকহ্যামের নাম নিই তাহলে আপনারা চমকে যাবেন। আপনারা ফুটবলারের নাম ভাববেন। কিন্তু আমাদেরও ডেভিড বেকহ্যাম রয়েছে যে ইয়ুথ গেমসে সোনা জিতেছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।