জুমবাংলা ডেস্ক : ভারতের ‘সেভেন সিস্টার্স’ খ্যাত উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে সরকার। ওই সাত রাজ্য হলো-ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা জানান। সম্পাদকদের সংগঠন ‘এডিটরস গিল্ড’ শনিবার (১০ সেপ্টেম্বর) ওই অনুষ্ঠানের আয়োজন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে সেদেশের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য সম্পর্কিত কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ-ভারত উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তী ধাপে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নবিষয়ক মন্ত্রী কিষান রেড্ডিকে ওই অঞ্চলের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উচ্চপর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ করেছি। ’
শাহরিয়ার আলম জানান, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সময় আলোচনার ধারাবাহিকতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নবিষয়ক মন্ত্রী কিষান রেড্ডি কয়েকটি উদ্যোগের কথা বলেছেন। সেগুলোর ব্যাপারে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
https://inews.zoombangla.com/category/business/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।