জুমবাংলা ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতে আজ (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারত শাখা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভারত শাখার সমন্বয়ক রবিউল আমিন রুবেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাকিল আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঙ্কজ সূত্রধর, শাকিল, হাসান খান, হেলাল মিয়া, নাজিম উদ্দিন, শামসুল আলম, সাদিকুর রহমান, পাপ্পু চন্দ্র, নিশাত রহমান, সজিব আহমেদ, কামরুল ইসলাম, ফজলে রাব্বিসহ অনেকেই।
শুরুতেই রবিউল আমিন রুবেল উপস্থিত সকলকে নিয়ে সুবর্ণজয়ন্তীর কেক কাটেন।
অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদদের প্রতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভারত শাখা কর্তৃক গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা।
এ সময় যুবলীগের প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ শহীদ হয়েছেন ও নিহত হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বক্তারা প্রত্যেকেই যুবলীগের ভারত শাখাকে আরও শক্তিশালী করতে এবং দেশদ্রোহীদের শক্ত হাতে দমন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার জন্য এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরওয়ার হোসেন ও উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিনের নেতৃত্বে ভারতে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ারও দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন বক্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।