আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের নাভি মুম্বাই শহর থেকে বাংলাদেশি এক দম্পতি ও তাঁদের দুই ছেলে মেয়েকে আটক করেছে মুম্বাই পুলিশ। গত সোমবার তাঁদের আটক করা হয়।
পুলিশের বরাত দিয়ে আজ বুধবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নাভি মুম্বাই পুলিশের মানব পাচারবিরোধী সেলের সদস্যরা রোববার রাতে হুজুরগাঁওয়ের একটি বাসভবনে অভিযান চালান। এ সময় ৪০ বছর বয়সী ওই দম্পতি ও তাঁদের ২০ ও ২২ বছর বয়সী দুই সন্তানকে আটক করা হয়। তবে পুলিশ তাঁদের নাম পরিচয় প্রকাশ করেনি।
ভাসি থানার কর্মকর্তা বলেন, ওই দম্পতির কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা দেখাতে পারেননি। এ কারণে তাদের আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, আটক হওয়া চারজনই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাঁরা শ্রমিক হিসেবে এখানে কাজ করেন। এদের মধ্যে একজন মাছ বিক্রির কাজ করেন।
বিদেশী নাগরিক আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনের তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ভাসি থানার পুলিশ কর্মকর্তা।
এর আগে গত সপ্তাহে ভারতের কর্ণাটক রাজ্য থেকে ৬ জন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। তাঁদের বিরুদ্ধেও অবৈধভাবে ভারতে প্রবেশ অভিযোগ রয়েছে।
কর্ণাটক পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নকল আঁধার কার্ড, ভোটার কার্ড, অন্যান্য নকল নথি বানিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।