আপনার আশপাশেই এমন অনেক মানুষ আছেন, যাঁদের কারণে আপনি ভালো থাকতে পারছেন না। আর আশপাশের মানুষের কথা ভাবলে আমাদের প্রথমেই মাথায় আসে পরিবার ও বন্ধুবান্ধবের কথা। সে অর্থে পরিবার বদলানো বা বাছাই করার সুযোগ না থাকলেও বন্ধু বা সঙ্গী নির্বাচনের ব্যাপারে সচেতন আমরা হতেই পারি।
আপনার জীবনের প্রতিটি স্তরে যেসব মানুষ প্রতিনিয়ত নানাভাবে প্রভাব ফেলছে, তাদের বাছাই করতে সতর্ক না হলে শেষটায় আপনাকেই ভোগান্তি পোহাতে হবে। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই ২ ধরনের মানুষকে একেবারে এড়িয়ে চলুন।
মিথ্যাবাদী মানুষ
প্রতিনিয়ত মিথ্যা কথা বলার অভ্যাস যেকোনো সম্পর্কে ভুল–বোঝাবুঝি ও সন্দেহ সৃষ্টি করে। শুধু তা–ই নয়, আপনার খুব কাছের কোনো বন্ধু যদি নানা বিষয়ে মিথ্যা বলে বিভিন্ন পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যায়, তবে তা আপনাকে প্রভাবিত করতে পারে। হয়তো আপনি মিথ্যা একদমই বলেন না। ফলে না চাইলেও অনেক কাজ আপনাকে করতে হয়। অপরদিকে আপনার বন্ধু দিব্যি মিথ্যা বলে পার পেয়ে যান।
এতে আপনার মনে হতেই পারে, সত্যের চেয়ে মিথ্যা বলাটাই আপনার জন্য মঙ্গল। যে আপনি কোনোদিনই মিথ্যা বলতেন না, সেই আপনিই হয়তো একটি–দুটি করে মিথ্যা বলতে শুরু করে দিলেন। আপনার চরিত্রের অবক্ষয় তো হবেই, আপনার প্রতি মানুষের বিশ্বাসের জায়গাটাও নষ্ট হয়ে যাবে৷ আর সেই ব্যক্তির মিথ্যা কথার ফলে আপনিও পড়তে পারেন বড় কোনো বিপদে। তাই সুখী হতে হলে মিথ্যাবাদী ব্যক্তি সব সময়ই পরিত্যাজ্য।
নিজেকে সবজান্তা ভাবা মানুষ
সুসম্পর্ক বজায় রাখতে অপরের মতামতের প্রতি সহানুভূতিশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু জীবনে চলার পথে আমরা এমন কিছু মানুষের সংস্পর্শে আসি, যাঁরা অন্যের মতামতকে গুরুত্ব দিতে চান না। অন্যের মতকে অগ্রাহ্য করে কিংবা নানা ছুতায় ভুল প্রমাণ করে, নিজের মতকেই সঠিক হিসেবে প্রতিষ্ঠা করতে চান।
এমন স্বঘোষিত ‘সবজান্তা শমসের’দের সঙ্গে কাজ করতে গেলে কিংবা সাধারণ বন্ধুত্ব রক্ষা করতে গেলেও আপনি একপর্যায়ে হাঁপিয়ে উঠবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। তাই ব্যক্তিগতভাবে তাঁদের কাছ থেকে যতটা দূরত্ব বজায় রাখা সম্ভব, ততই ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।