জুমবাংলা ডেস্ক : ভূমিকম্প অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে সিলেট অঞ্চলে বসবাস করা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সিলেটে ঘন ঘন ভূমিকম্পের কারণে ছয়টি মার্কেট দশ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
সিলেটে কয়েক দফায় ভূমিকম্পের পর সিসিকের প্রকৌশল বিভাগ সিলেটের ঝুঁকিপূর্ণ ২২ ভবন চিহ্নিত করেছে।
বহুতল ভবনে বসবাসকারী মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকে টিনশেডে বসবাস করতে ভবন ছেড়েছেন। অনেকে আবার বহুতল ভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
সিলেট বারবার ভূমিকম্পের কারণে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজেই রোববার (৩০ মে ) মাঠে নেমে অভিযানকারী দলের সঙ্গে থেকে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করেন।
সিসিক সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় রয়েছে সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় মার্কেট, মিতালী ম্যানশন ও রাজা ম্যানশন মার্কেট। এসব মার্কেট আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে মার্কেট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা সিসিকের নির্দেশনা মেনে নেন।
এদিকে জিন্দাবাজারের জেন্টস গ্যালারি নামক একটি দোকান ও পনিটুলার একটি আবাসিক ভবন ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশের কালেক্টরেট ভবন, জেলরোডস্থ সমবায় ব্যাংক ভবন, একই এলাকায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাবেক কার্যালয় ভবন, দরগাগেটের হোটেল আজমির, টিলাগড় কালাশীলের মান্নান ভিউ, শেখঘাট শুভেচ্ছা-২২৬ নম্বর ভবন, যতরপুরের নবপুষ্প ২৬/এ বাসা, চৌকিদেখির ৫১/৩ সরকার ভবনসহ আরও কয়েকটি ভবন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, অতি ঝুঁকিপূর্ণ মার্কেট তালিকাভুক্ত করে আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।