রাজধানী ঢাকাসহ সারাদেশ আজ (২১ নভেম্বর) সকালে স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে। নরসিংদীর মাধবদী থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্প সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৭।

ভয়াবহ ভূমিকম্পে দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে নরসিংদীতে ৫ জন, বাকিরা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।
ঢাকার কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) এবং শিশু মেহরাব হোসেন রিমন (১২)। এছাড়া মুগদার মদিনাবাগে নির্মীয়মাণ ভবনের রেলিং ধসে মো. মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামে ১০ মাসের শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন তার মা কুলসুম বেগমসহ আরও একজন। গাজীপুরের কালীগঞ্জে গাছ থেকে পড়ে সুজিৎ দাস (৩৮) মারা গেছেন।
নরসিংদী জেলায় মৃতদের মধ্যে রয়েছেন ফুরকান মিয়া (৪২), দেলোয়ার হোসেন (৩৭), তার শিশু সন্তান ওমর মিয়া (১২) এবং কাজম আলী (৭৫)। ভূমিকম্পের সময় কিছু নিহতের মৃত্যু হয়েছে মাটির ঘরের দেয়াল ধস ও হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হওয়ার কারণে।
নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে আহতদের মধ্যে মোট ৭০ জন ভর্তি করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের ভয়ে বহুতল ভবন থেকে নেমে গিয়ে পোশাক কারখানার শ্রমিকসহ বহু মানুষ আহত হয়েছেন।
ভূমিকম্পের প্রভাব পার্শ্ববর্তী দেশ ভারতেও অনুভূত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায়ও ঝড়ের মতো কেঁপে ওঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



