জুমবাংলা ডেস্ক: রাজধানীসহ সারাদেশে আজ (২৫ এপ্রিল) ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন ধরনের অপরাধের কারণে ৫৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সারাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৩০টি মনিটরিং টিম অভিযান পরিচালনা করে এই জরিমানা করে।
রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে রাজধানী ও জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করছে।
এদিন ঢাকা মহানগরীতে ৬টি মনিটরিং টিম ১০টি বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে তদারকি করে। রাজধানীর এসব বাজারে অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মোবাইল টিমের সাথে বাজার তদারকি করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও সহকারী পরিচালক মাগফুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।