ভোলার লালমোহনে ইউপি সদস্যের বিরুদ্ধে অটোরিকশা চুরির মামলা

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির দায়ে মো. আকবর নামে এক ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন একজন অটোরিকশা চালক।

আকবর উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়ার্ডের মো. মাজেদ বয়াতির ছেলে।

সোমবার (৪ সেপ্টেম্বর) লালমোহন থানায় মামলা দায়ের করেন অটোরিকশার মালিক মো. লোকমান মিয়া। মামলা নাম্বার-৬।

মামলার অন্য আসামীদের মধ্যে কালমা ইউপির বর্তমান চেয়ারম্যানের চাচাতো ভাই মো. রাজিব, একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. রুবেল এবং ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. আল আমিন।

মামলা সূত্রে জানা যায়. গত ২৯ আগস্ট রাতে কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে নিজ অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন মো. লোকমান। পথিমধ্যে কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ড দালাল বাড়ির দরজায় যাত্রীবিহীন রিকশা রেখে প্রকৃতির ডাকে সারা দিতে বসেছিলেন। এই সুযোগে তার অটোরিকশা নিয়ে চম্পট দেয় আল আমিন, আকবর, রুবেল ও রাজিব।

অটোরিকশার মালিক লোকমান জানান, ধারদেনা করে প্রায় ২ লাখ টাকা দিয়ে অটোরিকশাটি ক্রয় করেন তিনি এবং নিজেই চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেছিলেন।

অটোরিকশা চুরির বিষয়ে জানতে চাইলে কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য আকবর বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা।

মামলায় অভিযুক্ত রুবেল বলেন, আমাদের প্রতিপক্ষরা আমাকে ফাঁসাতেই এ মামলা দিয়েছে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, প্রাথমিক তদন্তে অটোরিকশা চুরির সত্যতা পেয়ে মামলা আমলে নেয়া হয়েছে। ইতোমধ্যে মো. আল আমিন নামে এক আসামীকে গ্রেফতার হয়েছে।