জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যান থেকে ছিটকে পড়ে সফল শেখ (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া-চিতলমারী সড়কের পাটগাতী সেতুর কাছে এই ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক সফল শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার মশিউর রহমান শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহমেদ।
নিহতের স্বজনরা জানান, সারাদিন টুঙ্গিপাড়া উপজেলায় ভ্যান চালিয়ে চিতলমারী উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিল সফল। এসময় ভ্যানটি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সেতুর কাছে পৌঁছালে হঠাৎ ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহমেদ জানান, মাথায় আঘাতজনিত সমস্যা নিয়ে সফলকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।