আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গল কাঁপত একসময় তার নামে। এক সময়ে ভারতে প্রতিটি শিশু তার নামে ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হতো। বলা হচ্ছে ভারতের দক্ষিণের সেই চন্দন দস্যু বীরাপ্পনের কথা। এবার ফের আলোচনায় চন্দন দস্যু বীরাপ্পন। কারণ এই দস্যু বীরাপ্পনের মেয়ের রাজনীতিতে যোগ দেওয়া। আর তা নিয়েই তুমুল চর্চা চলছে দেশজুড়ে। বীরাপন্নের মেয়ের নাম–বিদ্যা রানি।
জানা যায়, তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেন বীরাপ্পনের মেয়ে বিদ্যা রানি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক মুরলীধর রাও এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণান। সেখানে আরও অন্যান্য দলের সদস্যরাও যোগ দেন। কিন্তু সব থেকে চর্চার অন্যতম বিষয় হয়ে ওঠেন রাধারানী। যদিও তিনি খানিকটা গম্ভীরই ছিলেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
বিজেপিতে যোগ দিয়ে বিদ্যা বলেন, ‘আমি সমাজের গরীব এবং পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে চাই। জাতি–ধর্ম নির্বিশেষ আমি কাজ করতে চাই। প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক পরিষেবা চালু করেছেন। আমি সেই পরিষেবা এবং প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমার কাজ দেখে বিচার করুন নাম দেখে নয়।’
উল্লেখ্য, আগামী ২০২১ সালে তামিলনাড়ু বিধানসভার নির্বাচন। তাই দলীয় সংগঠনকে শক্তিশালী করার কাজে নেমে পড়েছে বিজেপি। শাসক দল এআইএডিএমকের সঙ্গে লোকসভা ভোটে জোট করেও ততটা সুবিধা হয়নি গেরুয়া শিবিরের। তাই নতুন করে ময়দানে নামছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।