আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সামরিক কমান্ডার সোলাইমানি হত্যার পর ইসরাইলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। নিরাপত্তা আতংকে চলতি মাসে পূর্ব নির্ধারিত দুবাই সফর স্থগিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
বোরবার (১২ জানুয়ারি) দেশটির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।
ইসরাইলের এক কূটনীতিক জানান, ইসরায়েল কাৎজ এ মাসের মাঝামাঝি সময়ে উপসাগীয় দেশটির আয়োজনে এক্সপো ২০২০ দুবাইয়ের ইভেন্টে অংশগ্রহণ করার কথা ছিল। তবে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনার কারণে তিনি এ সফর স্থগিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রীর দুবাই সফরের পরবর্তী তারিখ ঘোষণা না দিয়ে তিনি এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক বলেন, ইসরাইল সতর্ক করে দিয়েছে যে, মার্কিন মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরান কাৎজকে টার্গেট করতে পারে। তবে হুমকির ব্যাপারে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণের বিষয় ইঙ্গিত করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


