কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে মক্কায় যাচ্ছেন হাফেজ তাকরিম

হাফেজ তাকরিম

জুমবাংলা ডেস্ক : আগামী ১০-২১ সেপ্টেম্বর সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিবে মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার মেধাবী ছাত্র হাফেজ সালেহ আহমদ তাকরিম
হাফেজ তাকরিম
আগামীকাল শুক্রবার জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে হাফেজ তাকরিম। তার সফর সঙ্গী হিসেবে মারকাযু ফয়জিল কোরআনের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুনও রয়েছেন।

গত মে মাসে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত বাছাই প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে একমাত্র প্রতিযোগী হিসেবে সালেহ আহমদ তাকরিম নির্বাচিত হন।

উল্লেখ্য, সে ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি লিবিয়ায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

ডলারের রেট নির্ধারণে আসছে বড় সিদ্ধান্ত