জুমবাংলা ডেস্ক : মঞ্চের প্রথম সারিতে বসতে না পেরে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে অভিভাবক ম্যানেজিং কমিটির চার সদস্যের বিরুদ্ধে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষক বিদায় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় শনিবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত চার সদস্যের বিরুদ্ধে বিচারের দাবি তুলে বিক্ষোভ করে। শিক্ষকের শরীরে হাত তোলা এবং অকথ্য ভাষায় গালাগালি করায় বিদ্যালয়ে ওই চার সদস্যকে অবাঞ্চিত ঘোষণার দাবিও করে শিক্ষার্থীরা।
অভিযুক্তরা হলেন, অভিভাবক সদস্য আক্তার সরকার, গাজী মোহাম্মদ আবুল হোসেন, মো. শামছুল আলম ও হাবিবুর রহমান।
জানা যায়, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষক বিদায় অনুষ্ঠানে মঞ্চের প্রথম সারিতে বসতে না পেরে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে ম্যানেজিং কমিটির চার অভিভাবক সদস্যে।
স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘৩০ জানুয়ারি ছিল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেই সঙ্গে দুই শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয়। অনুষ্ঠানের মঞ্চে সামনের সারিতে প্রধান ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিতরা ছিলেন। জায়গা না হওয়ায় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যসহ অন্যদের দ্বিতীয় সারিতে বসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর আক্তার, আবুল হোসেন, শামছুল আলম ও হাবিবুর রহমান দ্বিতীয় সারিতে বসায় তাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে অভিযোগ তুলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে হাবিবুর রহমান শিক্ষার্থীদের সামনে আমার গায়ে হাত তোলেন।’
শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানায়, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। তাদের বিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হোক বলেও জানান তারা।’
বিবিরবাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইকবাল মজুমদার বলেন, ‘আমরা বসে সিদ্ধান্ত নিয়ে বিষয়টি কুমিল্লা শিক্ষা বোর্ডকে লিখিতভাবে জানাব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



