আন্তর্জাতিক ডেস্ক : ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা বিরোধী নয় মুসলিমরা, তবে স্বাধীনতার অপব্যবহার করে ঘৃণা প্রসারের বিরোধিতা করে বলে জানিয়েছেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ড. আবদুল করিম আল ইসা।
গত সোমবার (২৬ অক্টোবর) সৌদির রাষ্ট্রয়াত্ত টিভি আল আরাবিয়াকে প্রদত্ত এক সাক্ষাতকারে একথা জানান মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ড. আবদুল করিম আল ইসা।
আল ইসা বলেন, ‘আমরা আইনসম্মত কোনো স্বাধীনতার বিরোধী নই। তবে স্বাধীনতাকে যারা বস্তুগত লাভের জন্য এর অপব্যবহার করে আমরা তাদের বিরুদ্ধে।’
মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের কঠোর নিন্দা জানিয়ে এটিকে মুসলিমদের প্রতি আঘাত বলে আখ্যায়িত করেন। তবে বিষয়টি নিয়ে মুসলিমদের নেতিবাচক প্রতিক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করে ইসলামের মূল শিক্ষা অনুসরণ করতে বলেন তিনি।
আল ইসা বলেন, ‘মহানবীর ব্যঙ্গচিত্র অবশ্যই মুসলিমদের আঘাত করেছে। তবে মহানবী (সা.)-এর মর্যাদা অনেক মহান। তাই কার্টুন অঙ্কন করলে তা ম্লান হয় না। বরং এর নেতিবাচক প্রতিক্রিয়া নিঃসন্দেহে ক্ষতি বয়ে আনে। এতে বিরোধীরা অনেক সুযোগ পায়।’
মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব আল ইসা আরো বলেন, ‘আমাদের মহানবী মুহাম্মাদ (সা.)-এর অবমাননা মতপ্রকাশের স্বাধীনতার অন্তর্ভূক্ত নয় বলে আইন জারি করেছে ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালত। তাই যেকোনো ঘৃণা ও বিদ্বেষের প্রসার মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে না।’
উল্লেখ্য, ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলে মতপ্রকাশের স্বাধীনতা শেখাতে একজন শিক্ষক মহানবীর ব্যঙ্গচিত্র তুলে ধরেন। এরপর ১৬ অক্টোবর একজন চেচেন মুসলিম যুবক তাকে হত্যা করে। নিহত শিক্ষকের শেষকৃত্য অনুষ্ঠানে ব্যঙ্গচিত্র প্রকাশ থেকে বিরত না থাকার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাখোঁ। তাঁর বক্তব্যের প্রতিবাদ শুরু করে বিশ্বের সব মুসলিম। সূত্র : আল আরাবিয়া
Muslims do not stand against constitutional freedoms of individuals, only attempts to distort those freedoms and using them to spread hatred, Secretary-General of the Muslim World League Mohammed al-Issa tells Al Arabiya.https://t.co/Da03YygywX pic.twitter.com/lDgUstJSJs
— Al Arabiya English (@AlArabiya_Eng) October 26, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।