যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী আদেশ জারি করেছেন। গত মাসে দোহায় ইসরাইলের হামলার পর এই আদেশ প্রকাশ করা হয়।
নির্বাহী আদেশে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, কাতারের ভূখণ্ডে যদি পুনরায় কোনো হামলা সংঘটিত হয়, তবে যুক্তরাষ্ট্র এটিকে নিজের ওপর হামলা হিসেবে গণ্য করে জবাব দেবে।
গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরাইলের হামলায় স্থানীয় ও আন্তর্জাতিকভাবে ক্ষোভ সৃষ্টি হয়। হামলায় কাতারের নাগরিক নিহত হওয়ায় দেশটির কাছে ক্ষমা চায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের সময় এক যৌথ ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা প্রার্থনা করা হয়।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে কাতারও মধ্যস্থতার কাজ চালিয়ে আসছে। হামলার পর যদি ইসরাইল ক্ষমা না চাইত, দোহা মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।