আন্তর্জাতিক ডেস্ক: নতুন গাড়ি, দামী টেলিভিশন এবং ফ্রিজ কিনে অযথা অর্থ খরচ করা থেকে গ্রাহকদের নিষেধ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস। কারণ হিসেবে তিনি আর্থিক মন্দার কথা তুলে ধরেছেন।
অর্থনৈতিক মন্দার আশঙ্কা করে আগামী মাসগুলোতে এর পেছনে অর্থ খরচ না করার জন্য সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে সতর্ক করেছেন তিনি।
তিনি বলেন, ‘‘আমার পরামর্শ হল যদি কোনো জিনিস কেনার পরিকল্পনাও করেন, সেটা কিছুদিনের জন্য পিছিয়ে দিন। অর্থ জমিয়ে রাখুন, দেখুন কী হয়। আপাতত কিছু ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।
তিনি আরও বলেন, আপনি যদি ব্যক্তিগত ক্রেতা হিসেবে কোনো বড় স্ক্রিনের টেলিভিশন কেনার কথা ভেবে থাকেন, আমি বলব অপেক্ষা করুন। টাকা জমিয়ে রাখুন। দেখুন কী পরিস্থিতি আসে। একই কথা বলব নতুন অটোমোবাইল, রেফ্রিজারেটর বা অন্য যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে। নিজেদের হিসেব থেকে কিছু ঝুঁকি এই মুহূর্তে বাদ দিয়ে দিন।
তার অবশ্যম্ভাবী কারণ হিসেবে অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বলেছেন অ্যামাজন কর্তা। জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে কর্মী ছাঁটাই চলছে।
প্রসঙ্গত, নিজের সম্পত্তির অর্ধেকেরও বেশি অংশ তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এবং সামাজিক কাজে ব্যয় করবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন অ্যামাজনের এই উদ্যোক্ত। সূত্র: এনডিটিভি
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.