আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে মরক্কো সরকার দেশব্যাপী কারফিউ এবং অন্যান্য বিধিনিষেধ আরোপ করেছে।
সরকারি বার্তা সংস্থা এমএপি পরিবেশিত সরকারের এক বিবৃতিতে বলা হয়, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে এবং যেকোন ধরনের পার্টি ও জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞাসহ নতুন বিভিন্ন পদক্ষেপ বুধবার থেকে আগামী তিন সপ্তাহ ধরে বহাল থাকবে।
মরক্কোতে বর্তমানে প্রাত্যহিক হিসাবে ২ হাজারেরও বেশি মানুষকে করোনা ভাইরাসে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এদিকে দেশটিতে কোভিড-১৯ রোগ সনাক্তে পরীক্ষার হারও কমে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়।
সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মরক্কোতে এ পর্যন্ত ৪ লাখ ১৮ হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ ভাইরাসে ৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
কর্তৃপক্ষ এ বছরের শেষে টিকাদান কর্মসূচি শুরু করার আশা করছে। তাদের লক্ষ্য আগামী ৩ মাসের মধ্যে দেশের প্রায় ২ কোটি মানুষকে টিকা দেয়া।
সূত্র : এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।