জুমবাংলা ডেস্ক: নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন নানান ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। আলোচিত-সমালোচিত-বিতর্কিত বিভিন্ন বিষয়ে লেখালেখি করে বরাবরই খবরের শিরোনাম হয়েছেন তিনি।
এবার নিজের মরণোত্তর দেহদানের ঘোষণা দিয়ে গণমাধ্যমের শিরোনাম হলেন বাংলাদেশের এই লেখিকা।
রবিবার (১৫ জানুয়ারি) নিজের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তসলিমা নাসরিন লিখেছেন, ‘আমার মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে।’
এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এছাড়া শনিবার (১৪ জানুয়ারি) আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল চলছে।’
ধারণা করা যায়, শনিবারের স্ট্যাটাসের সঙ্গে মিলিয়েই আজকের স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন। তবে নিজের মৃত্যু নিয়ে কেন তিনি এভাবে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।