জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের প্রতিটি মসজিদে সরকারি সহায়তার ৫ হাজার টাকা বিতরণ অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম সা’দ উদ্দিন (৫৫)।

শুক্রবার সকালে, সদর উপজেলা পরিষদ মিলনায়তনে টাকা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সা’দ উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ নিজাম উদ্দিন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিথিশীল রয়েছে বলে জানান তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে। সা’দ এর পরিবারের অন্য সদস্যরা খুলনাতে বসবাস করলেও, তিনি একা পিরোজপুরে থাকেন।
এর আগে সকালে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে মসজিদে অর্থ বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান খালেক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ।
পিরোজপুরের ৭টি উপজেলায় একযোগে ৩ হাজার ৩১৫ টি মসজিদের প্রতিটিতে ৫০০ টাকা করে মোট ১ কোটি ৬৫ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



