জুমবাংলা ডেস্ক : গাজীপুরে মাকে কুপিয়ে খুনের দায়ে ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম ওই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. শাহজাহান খান ওরফে সাজু (৪৬) গাজীপুরের কালিয়াকৈর থানার কাঁচারস গ্রামের মো. আমছের আলী খানর ছেলে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৯ মার্চ বিকেলে বাঁশ কাটা নিয়ে বাবার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় শাহজাহান। ছেলেকে বিরত করতে গেলে হাতে থাকা দা দিয়ে মা আনোয়ারা বেগমকে কোপ দিয়ে শাহজাহান। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ারা বেগম। এ ঘটনায় শাহজাহানের মামা মো. হাশেম বাদী হয়ে শাহজাহান, তার স্ত্রী মাজেদা বেগম ও ছেলে মো. মাসুম মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে শাহজাহান একই বছরের ২ মে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ওই বছরের ৩০ আগস্ট পুলিশ অন্য আসামিদের বাদ দিয়ে শুধু শাহজাহানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মোট ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার মামলার দুপুরে বিচারক ওই রায় প্রদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।