Advertisement
জুমবাংলা ডেস্ক: মাগুরা জেলা পরিষদ ২০২১-২০২২ অর্থ বছরের জন্য প্রায় ৫৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে।
আজ বুধবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু জেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন ।
বাজেটে সরকারি অনুদানসহ বিভিন্ন খাতের আয় ধরা হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা। প্রান্তিক স্থিতি থেকে আয় ধরা রয়েছে ৩১ কোটি ৯৪ লাখ ৮১ হাজার টাকা। সংস্থাপন ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৮৪ লাখ ৬৫ হাজার ২২১ টাকা। সমাপনী স্থিতি থেকে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৪ লাখ ২৫ হাজার ৮৭৫ টাকা।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম, সহকারি প্রকৌশলী শহীদুল আলম, প্যানেল চেয়ারম্যান দিদারুল ইসলাম ও কামরুন্নাহার জলিসহ জেলা পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।